টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ পাঁচ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও র্যাব।
মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ২টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ ও র্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- এনায়েত উল্লাহ (৪১), নুর আলম (৩৮), মোহাম্মদ তোহা (২৫), আজিজুল্লাহ (২২) এবং আব্দুল হামিদ (২৫)। তারা সবাই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি করা হয়। এ সময় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত পাঁচ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’